প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এক বিবৃতিতে বলেছেন, ১২ লক্ষ রোহিঙ্গা বছরের পর বছর বাংলাদেশে বসবাস করছে। ফলে না-না ধরনের সংকট সৃষ্টি আমাদের দেশে। রোহিঙ্গারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপরাধ জগতে ঢুকে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা চলছে। আমাদের দেশে এধরনের অনাকাঙ্খিত ঘটনা কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু সেটা যুগ যুগ চলতে পারে না। এখন তাদের স্বদেশে প্রত্যাবাসন করা জরুরি হয়ে পড়েছে।
বিরোধী দলীয় নেতা বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দেয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশীরভাগ রোহিঙ্গা ফিরে যেতে চায় তাদের দেশে। তারা তাদের দাবী দাওয়া দেশের মাটিতে থেকে প্রতিষ্ঠা করতে চায়। খুবই অল্প সংখ্যক রোহিঙ্গা, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছে শুধু তারাই মিয়ানমারে ফিরে যেতে নারাজ। বেগম রওশন এরশাদ বলেন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে। মিয়ানমার সরকারও রোহিঙ্গাদের বসবাসের জন্য অবকাঠামো নির্মাণ করেছে। তবে অবশ্যই তাদের মর্যাদা দিয়ে মিয়ানমারে ফেরত নিতে হবে এবং তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে। মিয়ানমারের প্রতিবেশী ও প্রভাবশালী দেশ চীনও তাদের প্রত্যাবাসনের জন্য কাজ করছে। চীন তাদের দু’হাত প্রসারিত করেছে। এই প্রভাবশালী রাষ্ট্র মধ্যস্থতা করে পাইলট প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য কাজ করছে। তিনি বলেন, সরকারের উচিত খুবই সর্তকতার সাথে এবং কুটনৈতিকভাবে এই সুযোগ কাজে লাগিয়ে দ্রæত প্রত্যাবর্সন করা।
বার্তা প্রেরক
(জামাল উদ্দিন জামাল)
প্রেস সচিব
জাতীয় পার্টি, সম্মেলন প্রস্তুতি কমিটি
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.