মোঃ আবদুল হকঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৩ অক্টোবর ২০২৫) বিকেলে চালা ইউনিয়নের দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর-সিঙ্গাইরের গণমানুষের নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এসময় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন লাভলু ও মীর আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক শামিম খান, যুবদলের সভাপতি আব্দুল হাই পিয়ারা, সদস্য সচিব মোল্লা শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, সদস্য সচিব ইমরান হোসেন, হরিরামপুর উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ চালা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল হয়েছি। অনেক মা তাঁদের সন্তান হারিয়েছেন। আমি জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি তরুণ প্রজন্মকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। পরিশেষে তিনি ধানের শীষের পক্ষে সকল শ্রেণী-পেশার মানুষকে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.