রাউজান প্রতিনিধিঃ
রাউজান থানাধীন ১২ নং উরকিরচর ইউনিয়ন এর পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া'র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল অষ্টবিংশতি বুদ্ধ পূজা,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী হীরো বড়ুয়া বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন
সংগঠনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া, সলিল বিকাশ বড়ুয়া, সহ-সভাপতি পিকলু বড়ুয়া, বীরু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া,সাংগাঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, ইমন বড়ুয়া,সমাজসেবক বিজয় বড়ুয়া ননা,শৈশব বড়ুয়া সাগর প্রমুখ।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহার আলোক সজ্জা ও প্রদীপ প্রজ্জলন করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.