আহমদ বিলাল খানঃ
তিন পার্বত্য জেলায় বায়ান্ন ভাগ বাঙালিদের বঞ্চিত করে ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কোন বৈঠক রাঙ্গামাটিতে করতে দেয়া যাবে না। এবং আগামী ১৯ অক্টোবর তাদের বৈঠক প্রত্যাহারসহ আট দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে দিনব্যাপী বিক্ষোভ, অবরোধ ও হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজ। নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য অঞ্চলের বৃহৎ স্বার্থে আট দফা দেয়া হয়েছে। আমরা কোন হট্টগোল চাই না। দাবি মেনে নিলে আমাদের কর্মসূচি প্রত্যাহার করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিসিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. নূর হোসেন, পিসিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাজুল ইসলাম বলেন, বিতর্কিত ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করতে এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা রাঙ্গামাটি শহরে অবরোধ ও বিক্ষোভ পালন করবো। পিসিসিপি’র দাবিগুলোর মধ্যে রয়েছে— ভূমি কমিশনে জাতিগোষ্ঠীভিত্তিক সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ভূমি জরিপ সম্পন্নের পর কার্যক্রম শুরু, ২০১৬ সালের সংশোধনী আইনের সাংঘর্ষিক ধারা বাতিল, কমিশনের ক্ষমতা ২০০১ সালের আইনে ফেরানোসহ অন্যান্য দাবি।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.