প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ণ
কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে ক্রীড়ামোদীদের মানববন্ধন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই উপজেলা সদরের চট্টগ্রাম–কাপ্তাই সড়কে এই মানববন্ধনে অংশ নেন কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সাধারণ জনগণ, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, খেলাধুলায় কাপ্তাইয়ের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও সুনাম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাপ্তাইয়ের খেলোয়াড়রা সম্মানের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করেছেন। রাঙামাটির ‘মারী স্টেডিয়াম’-এর নামকরণও কাপ্তাইয়েরই এক কৃতি সন্তানের নামে করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সরকারের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই উপজেলায় স্থাপন করা উচিত। কিন্তু একটি মহল এ উদ্যোগ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে—যা অত্যন্ত দুঃখজনক। মানববন্ধন শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী ও কৃতি খেলোয়াড় মাহাবুব হাসান বাবু। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দিলদার হোসেন, ক্রীড়া সংগঠক ডা. রহমত উল্লাহ, সাবেক ফুটবলার আসলাম খাঁন, জামাল উদ্দিন, চম্রিং রাখাইন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কবি ও লেখক মুহাম্মদ মুহসিন, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ক্রীড়া সংগঠক মো. জাকির হোসেন, ও যুব সংগঠক মো. ইব্রাহীম প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.