যশোর ব্যুরোঃ
যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী রাত ২টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চালায়। এ সময় অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের সোলেমানের ছেলে আজহারুল (৩৫),এর বসতবাড়ি তল্লাশি করা হয়। বাড়ির পাশে কাটের স্তপের ভেতর থেকে দুইটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় আসামি আজহারুল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.