রবিউল হোসেন চৌধুরী রিপন, কাপ্তাই (রাঙামাটি):
সারাদেশব্যাপী “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর অংশ হিসেবে কাপ্তাই উপজেলায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টায় কাপ্তাইয়ের শিলছড়ি দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা, স্বাস্থ্য পরিদর্শক সুনীল কান্তি চাকমা, শহর স্বাস্থ্য পরিদর্শক চন্দ্রা চাকমা, স্বাস্থ্য সহকারী বিজয় চাকমা, পরিবার পরিকল্পনা সহকারী দীপা চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানান, আজকের দিনে কাপ্তাইয়ের চিংম্রং, কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়নে মোট ১,১০৪ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করার কথা ছিল দুর্গম এলাকা হওয়ায় অনেকে উপস্থিত হতে পারেনি,
৮৮৭ জন শিশুকে আজকে উদ্ধোধনী দিনে টিকা প্রদান করা হয় । সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বাংলাদেশ ইউনিসেফ Gavi (The Vaccine Alliance) এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহযোগী সংস্থাগুলো সম্মিলিতভাবে “সকল শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ” নিশ্চিত করতে এ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানা যায়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.