বিশেষ প্রতিনিধিঃ
ভারত থেকে অবৈধ পথে সিগারেট বাংলাদেশে আনা হচ্ছে—এসব তথ্য সেনাবাহিনী সূত্রে পাওয়া গেছে। মারিশ্যা থেকে সারোয়াতলী সিজক মুখ হয়ে দুরছড়ি ও পাবলাখালী এলাকা পেরিয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি অঞ্চলে এসব contraband (চোরাচালান) পৌঁছে দেওয়া হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ নির্দেশনায় এবং সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন এর তত্ত্বাবধানে, সিনিয়র ওয়ারেন্ট অফিসার প্রিয়মল প্রযোগে এক বিশেষ অপারেশন দল গঠন করা হয়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তারা সারোয়াতলী সিজক মুখ এলাকা অভিযান চালায় অভিযানকালে সন্দেহভাজন একটি নৌকা নদীর ঘাটে দেখা যায়। আটকানোর চেষ্টা করলেও চোরাকারবারীদের দল রাতের অন্ধকারে নৌকা নিয়ে পালিয়ে যায়। তবে ঘাট ও চরের মাঝখানে তল্লাশি করতে গিয়ে বস্তাবন্দী বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, চোরাকারবারিরা বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ি অংশ ও কাপ্তাই হ্রদ ব্যবহার করে এই সিগারেটগুলো দীঘিনালা হয়ে খাগড়াছড়ি পৌঁছে দেয়। লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালানের বিরুদ্ধে আমরা সর্বদা সক্রিয় রয়েছি। সীমান্ত—নদী ও জলপথে অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করা হবে। বর্তমানে জব্দ করা সিগারেটের পরীক্ষা পরীক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট বিভাগ এগিয়ে আসা জড়িত চোরাকারবারি গ্রুপগুলোর খোঁজ রাখতে কাজ করছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.