পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে গলায় ফাঁস
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুরগির টিলা এলাকায় পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম খাদিজা আক্তার (১৬)। তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। খাদিজা আক্তার (বাবুনী) মুরগির টিলা এলাকার ফার্নিচার মিস্ত্রি মো. রুবেলের মেয়ে। তাদের বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও প্রেমঘটিত সম্পর্ক নিয়ে অভিমান থেকে খাদিজা নিজের শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নিহতের পিতা মো. রুবেল জানান,
আমার মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আমরা বিষয়টি মেনে নিতে পারিনি, তাই অন্য জায়গায় বিয়ের কথা চলছিল। এ নিয়ে কথা কাটাকাটি হয়। আমি তখন কাজে ছিলাম, আর আমার স্ত্রীও অন্য বাসায় কাজ করছিলেন। কীভাবে ঘটনা ঘটল, বুঝে উঠতে পারিনি।
তিনি আরও বলেন, “প্রেমের বিষয়টি নিয়ে এলাকার কিছু মানুষ নানা মন্তব্য করায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। হয়তো লজ্জা ও অপমানে এমন সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা জানতে পেরেছি। কাপ্তাই থানা পুলিশ তদন্ত শুরু করেছে, প্রকৃত কারণ শিগগিরই জানা যাবে। স্থানীয়রা জানান, পারিবারিক অশান্তি ও সামাজিক চাপের কারণে বর্তমানে অনেক কিশোর-কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ছে। তারা এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পারিবারিক সচেতনতা ও মানসিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। কাপ্তাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.