কামরুজ্জামান, লংগদুঃ
গত ৩০ সেপ্টেম্বর লংগদু উপজেলার কাপ্তাই লেকে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে মাইনীমুখ ইউনিয়নের (FIDC) টিলা গ্রামের প্রাণ হারানো পরিবারের পাশে দাঁড়ালেন রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, দেব প্রসাদ দেওয়ান। তিনি নিহত পরিবারের স্বজনদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন,এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলার কৃতি সন্তান ও জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশীদ
তার ব্যাক্তিগত পক্ষ হতে নিহত ব্যাক্তিদের পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে এবং আহত ব্যাক্তিকে ৫ হাজার ও প্রতিবন্ধি একজনকে নগদ ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। গত ৩০ সেপ্টম্বর (মঙ্গলবার) আকস্মিক ঝড়ের তাণ্ডবে কাপ্তাই লেকে নৌকা ডুবে ২ পরিবারের ৩ জনের প্রাণহানি ঘটে। হঠাৎ এই দুর্ঘটনায় নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো দিশেহারা অবস্থায় ছিল। ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েও বৃষ্টিতে ভিজে নিজেরাই ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন। সহায়তা প্রদানকালে তিনি বলেন, “প্রকৃতির এই দুর্যোগে হারানো প্রাণ ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে শোকাহত পরিবারগুলোর দুঃখ-কষ্ট কিছুটা লাঘব করতে আমরা সবসময় পাশে থাকব। জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। নিহত পরিবারের সদস্যরা অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দুঃসময়ে মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের পাশে দাঁড়িয়ে যে সহানুভূতি দেখালেন, তা আমাদের জন্য অমূল্য। এই সহায়তা আমাদের বেঁচে থাকার সাহস যোগাবে। নিহত শিরিনার স্বামী আছির উদ্দিন ও তার বড় ভাই আতাব উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনতার অনেকেই জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য মিনহাজ মুরশীদের এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.