চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (২৪ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। তিনি বলেন,
“ক্রীড়া শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলাবোধ, দলীয় চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা। সঞ্চালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু।
ফুটবল ফাইনালে চন্দ্রঘোনা কেআরসি হাই স্কুলকে ২-০ গোলে হারিয়ে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এসময় কাপ্তাইয়ের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী স্কুল ও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রধান শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.