মানিকগঞ্জ প্রতিনিধি:
মোঃ ইমরুল হাসান হিমেলঃ
হরিরামপুরের সাংবাদিক সমাজের প্রাণকেন্দ্র হরিরামপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে গণমানুষের কথা তুলে ধরা, সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা প্রকাশ করা এবং সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় প্রেস ক্লাবের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত হলো এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা (কনসার্ট), যা পরিণত হয়েছিল সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষের এক মিলনমেলায়। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রেস ক্লাবের সভাপতি মো. জামিল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান হিমেলের প্রাণবন্ত সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর আয়োজনের রূপে।
গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জবাবদিহি পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক খন্দকার হানিফ রাজা, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মো. গোলাম রসূল (শাহীন), হরিরামপুর থানার এসআই ফারুক, ধূলশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান মিশুক, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নিরব আহমেদ (রাজ্জাক) এবং প্রেস ক্লাবের দাতা সদস্য মো. সাইফুল শিকদার। প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি মো. নাজমূল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ-প্রচার সম্পাদক মো. আমজাদ মীর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া এবং সদস্য বিল্লাল হোসেনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকতার গুরুত্ব, গণমাধ্যমের দায়িত্ব ও সমাজ উন্নয়নে সংবাদকর্মীদের অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন—হরিরামপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সাংবাদিকতার বিকাশ ও গণতন্ত্রের চর্চাকে গতিশীল করেছে। এখানে কাজ করা সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে মানুষের পক্ষে কলম ধরেছেন। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত রাখতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন যে, সঠিক সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশ নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার। সাংবাদিকদের কলম দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তাই হরিরামপুর প্রেস ক্লাবকে দেশের ও জাতির কল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে হবে। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। মাতৃভূমি ব্যান্ড শিল্পীদের গান পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে প্রাঙ্গণ। অতিথি ও উপস্থিত দর্শকরা একে অপরের সঙ্গে মিশে যান আনন্দ-উল্লাসে। এক যুগের এই যাত্রায় হরিরামপুর প্রেস ক্লাব প্রমাণ করেছে যে সাংবাদিকতা কেবল খবর প্রচার নয়, বরং মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এক যুগ পূর্তির এই আয়োজন শুধু অতীতের সাফল্যের স্মারক নয়, বরং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.