চট্টগ্রাম প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের বুড়িশ্চর জিয়াউল উলুম জোহরা ফয়েজ মহিলা মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদে মিলাদুন্নবী (সা.) ও ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ-এর সহ সম্পাদক ও দাতা পরিবারের সদস্য আলহাজ্ব বেলাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বর্তমান এলডিপি চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্জ জাফর আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা ফরিদউদ্দিন, মাদ্রাসার সুপার মাওলানা ছালে নূর আবেদী, এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আলমগীর এবং মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সওদাগর। আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিক, চারিত্রিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাহলেই সমাজ থেকে অশান্তি ও অন্যায় দূর হবে। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.