কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ
চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় গাঁজা দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মাইনীমুখ ইউনিয়নের, সোনাই মালাদ্বীপ গ্রামের বাসিন্দা মোঃ আজিজুল ইসলাম (৩৪)পিতা মোঃ নুর ইসলাম এক মাদক ব্যবসায়ী সোনাই ২ নং ব্লক (মালাদ্বীপ) এলাকার বাড়ী হতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনীর, লংগদু জোন। ১১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সোনাই ২ নং ব্লক মালাদ্বীপ এলাকায় ভারতীয় চোরাচালানের বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ভারতীয় গাঁজা মওজুদ করে ব্যবসায়ী মোঃআজিজুল ইসলাম স্থানীয় গাজা সেবনকারী ও বিপথগামী নেশাখোর যুব সমাজের কাছে বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের মুখে ফেলছে। উক্ত বিষয়টি ভারপ্রাপ্ত জোন টু আইসি এবং দুড়ছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন অবগত হয়ে জোন কমান্ডার কে জানান। জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, সাব জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন এর তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়ে ওয়ারেন্ট অফিসার আল আমিন সন্দেহজনক সোনাই মালাদ্বীপ এলাকায় আনুমানিক সাড়ে দশটায় পৌঁছলে গাজা ব্যবসায়ী আজিজুল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পলায়নের চেষ্টা করে টহল দলটি আজিজুল কে ধরে ফেলে। পরে তার বসত ঘরে হতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য ভারতীয় অবৈধ গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী আজিজুলকে লংগদু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।এসময়ে লংগদু জোনের পক্ষ থেকে জানান, এসব অবৈধ মাদকদ্রব্য ব্যবসায়ীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.