কবিতা
✍️ চৌধুরী মুহাম্মদ রিপন।
পরিস্থিতির সাথে লড়াই করা যায়,
মানুষ পারে ঘুরে দাঁড়াতে,
ঘামে-রক্তে ভিজে গড়ে তোলে
নিজস্ব এক নতুন দিগন্ত।
কিন্তু ভাগ্যের সাথে লড়াই?
তা যেন এক অদৃশ্য শৃঙ্খল,
যেখানে চেষ্টা থাকলেও
ফল কখনো মেলে না প্রত্যাশামতো।
ভাগ্য এক আজব জিনিস—
কারো হাতে দিয়ে যায় স্বপ্নের আকাশ,
আবার কারো বুক থেকে ছিনিয়ে নেয়
শেষ আশার প্রদীপটুকু।
তবু মানুষ বেঁচে থাকে আশা নিয়ে,
ভাগ্য যদি সব কেড়ে নেয়ও—
তবু সংগ্রামের সাহস
মানুষকে বানায় অদম্য যোদ্ধা।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.