চৌধুরী মুহাম্মদ রিপনঃ
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে টিকিয়ে রাখতে এবং উন্নয়নের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ *‘কিন্নরী’*তে এ সেমিনারের আয়োজন করা হয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের বাস্তবায়নাধীন “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়। সেমিনারে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস। তিনি বলেন, “হালদা নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে হালদাকে দূষণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইসতিয়াক হায়দার। এছাড়াও প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন—উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল ডা. হক হাজারী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান আহমেদ, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামী কাপ্তাইয়ের আমীর হারুনর রশিদ, হেডম্যান থোয়াই অং মারমা,
কর্ণফুলী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব,
চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এবং মৎস্যচাষী তপন মল্লিক। দিনব্যাপী সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, হালদা নদীর প্রজননক্ষেত্র সুরক্ষায় সমাজের সবস্তরের অংশগ্রহণ নিশ্চিত হলে ভবিষ্যতে জাতীয় মৎস্য সম্পদ সংরক্ষণ আরও সুদৃঢ় হবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.