চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র প্রতিষ্ঠান নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস রেস্তোরাঁর খাবারের মান নির্ণয়ে ‘এ’ গ্রেড প্রদান করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সৌরভ রায় রেস্তোরাঁটির খাবার পরিদর্শন শেষে এ গ্রেড ঘোষণা করেন। এছাড়া রাঙামাটি সদর ও পৌরসভা এলাকায় আরও ১০টি রেস্তোরাঁকে ‘এ’ ও ‘বি’ গ্রেড প্রদান করা হয়েছে বলে জানা গেছে। নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস রেস্তোরাঁর পরিচালক সরোয়ার হোসেন এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের লক্ষ্য সবসময় অতিথিদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন করা। সরকারি কর্তৃপক্ষ থেকে এ গ্রেড পাওয়া আমাদের জন্য গর্বের এবং এটি আমাদের টিমকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমরা মান বজায় রেখে আরও ভালো সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.