চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পটিয়া উপজেলার আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জশনে জুলুসে ভিড়ের কারণে হঠাৎ ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এসময় বেশ কয়েকজন পদদলিত হন। খবর পেয়ে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, "মুরাদপুর থেকে জুলুসে অংশ নিতে আসা দুজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়েছে। আহত ছয়জন চিকিৎসাধীন আছেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.