মোঃ আবদুল হক, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ, শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫):
মানিকগঞ্জের হরিরামপুর এসএসসি ব্যাচ ২০০৩ এর পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থী জহির মিয়াকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। জহির মিয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। তিনি হরিরামপুর উপজেলার বিজয়নগর গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে। শৈশবেই মাকে হারানো জহিরের পরিবার চরম অর্থকষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে। সরকারি খাস জমিতে ছোট্ট একটি ঘরে তারা বসবাস করেন। নিজের পড়াশোনার খরচ মুলত টিউশনির মাধ্যমে চালিয়ে আসছেন তিনি। ২০২২ সালে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেন জহির। তবে আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। এমন পরিস্থিতিতে হরিরামপুর এসএসসি ব্যাচ ২০০৩ এর সদস্যরা তার খোঁজখবর নিয়ে পাশে দাঁড়ান। শুক্রবার ব্যাচটির প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে জহিরের হাতে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন। এসময় তারা আশ্বাস দেন, তার পড়াশোনা চলমান রাখতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বৃত্তি পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন জহির। তার পরিবার হরিরামপুর এসএসসি ব্যাচ ২০০৩ এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একইসঙ্গে এই প্ল্যাটফর্মটি সমাজের অন্য অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.