মিকেল চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
পর্যটন নগরী রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর রুই লই পাড়ায় স্থানীয় এবং পর্যটকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে তিনি সাজেক ভ্যালীর রুইলুই পাড়া এলাকায় সরজমিনে গিয়ে হাসপাতাল নির্মানের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং এলাকাবাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাময় বিষয়ে পরামর্শ গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী তাসমিন আরা আজমিরী, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোঃ শফিকুল ইসলাম, চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মনি কুমার শর্মা, বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দু চাকমাসহ বাঘাইছড়ি সহকারী ভূমি কমিশনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পর্যটন খ্যাত বাঘাইছড়ির সাজেকে স্থানীয় এলাকাবাসী ছাড়াও প্রতি বছর কয়েক হাজার পর্যটক আনাগোনা করে। রাতে এইসব পর্যটকরা থাকার জন্য বিভিন্ন কটেজ থাকলেও কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় তারা। তাই আগত পর্যটক এবং স্থানীয় নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.