চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৩৯ জন শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। আজ ২৬ আগষ্ট মঙ্গলবার এদিন বিশেষভাবে স্কেবিস (চুলকানি রোগ) এর চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ম্যালেরিয়া, ডেঙ্গু ও করোনা প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন—কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি, মেডিকেল অফিসার ডা. মনির, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, ল্যাব টেকনোলজিস্ট অমর শীল এবং স্বাস্থ্য পরিদর্শক সুনীল বাবু।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা বলেন,
“স্কুলভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উপকৃত করছে। এতে তারা রোগ প্রতিরোধে সচেতন হয়ে উঠছে, যা ভবিষ্যতে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.