আহমদ বিলাল খান, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক নিরীহ মারমা ছাত্রীকে স্বজাতির পাঁচ যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘটনাটি ৫০ হাজার টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার সঙ্গে জড়িত হেডম্যানের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল। বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, পাহাড়ে অব্যাহতভাবে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ অনেক সময় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তাই অভিযুক্ত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, মাও. আবুল কালাম আজাদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো. এরশাদ চৌধুরী, পিসিসিপি ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানসহ অসংখ্য উপজাতীয় ছাত্র-ছাত্রী।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.