রবিউল হোসেন চৌধুরী রিপনঃ
আগামী ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নেলী রুদ্র অনুষ্ঠান শুরুতে শপথ পাঠের মাধ্যমে পালিত হয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য—প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি—কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। দিনব্যাপী এ আয়োজন শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে যুব র্যালি । এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শপথ পাঠ এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান।
[caption id="attachment_4392" align="alignnone" width="300"] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম এর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদ এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ঝুলন দত্ত, যুব সংগঠক ও চন্দ্রঘোনা কেপিএম তরুণ সংঘের সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কর্ণফুলী যুব উন্নয়ন সংস্থা শিলছড়ির সভাপতি আবদুল্লা আল নাহিয়ান ( ডালিম) এবং যুব নেত্রী রওশন আরা। প্রধান অতিথি র বক্তব্যে বলেন,কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের মধ্যে যে অদম্য স্পৃহা আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবে। রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন,স্থানীয় তরুণদের নিয়ে আয়োজিত এই কর্মসূচি কেবল একটি দিবস উদযাপন নয়—এটি তাদের আত্মনির্ভরতা, প্রযুক্তি জ্ঞান এবং উদ্ভাবনী ক্ষমতার স্বীকৃতি। বহুমুখী অংশীদারিত্বের মাধ্যমে কাপ্তাইয়ের যুবসমাজ দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিশ্বাস করে, সুশিক্ষা, সঠিক দিকনির্দেশনা এবং প্রযুক্তিগত দক্ষতায় গড়ে উঠা এই যুবশক্তি আগামী দিনের বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে ৩ জন যুব এবং ২ জন যুব মহিলার মাঝে ৬ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটা র্যালী বের হয়ে কাপ্তাই সড়ক এবং বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালীতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংগঠন, যুব প্রতিনিধি, সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।[/caption]
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.