নিজস্ব প্রতিবেদকঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে শুক্রবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম ইয়াছিন, বাঘুটিয়া আলিম মাদ্রাসার সাবেক সুপার মাওলানা তাজুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য। স্থানীয়রা জানান, সাম্প্রতিক নদী ভাঙনে ইউনিয়নের বাজারসহ অর্ধশতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে দুটি চারতলা মাদ্রাসা ভবনসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে বাচামারা ইউনিয়নের নিজ ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন যমুনা নদীতে বিলীন হয়ে গেছে—অভিযোগ অনুযায়ী এর মূল কারণ অবৈধ বালু উত্তোলন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, “যেখানে ইজারা দেয়া হয়েছে সেখানেই বালু কাটতে পারবে। অন্য কোথাও বালু কাটার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে ও ভুয়া কাগজপত্র তৈরি করে বালু উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, মামলাও হচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালানো হয়েছে, যা আরও কঠোরভাবে চলবে। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের ঘোষণা কাগজে-কলমে থাকলেও বাস্তবে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়নি।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.