কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটি জেলার কাপ্তাই সদর বড়ইছড়ি মারমা পাড়ার একমাত্র সংযোগ সড়ক ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। পাহাড়ের উঁচুতে বসবাসকারীদের একমাত্র রাস্তা এখন ঝুঁকিপূর্ণ প্রায় দেড়শ ফুট দীর্ঘ রাস্তা ও একটি ছোট কালভার্ট পার হয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা যাতায়াত করতেন। কিন্তু সাম্প্রতিক ভাঙনে বড়ইছড়ি-ঘাগড়া সড়ক থেকে মারমা পাড়ায় যাতায়াত এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থী ও গ্রামবাসীর চলাচলে চরম দুর্ভোগে এলাকাবাসীর অভিযোগ—দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে শিশু, শিক্ষার্থী ও বয়স্করা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, তারা নিজের উদ্যোগে যতটুকু সম্ভব রাস্তার পাশে অস্থায়ী চলাচলের ব্যবস্থা করেছেন। কিন্তু ভারি বর্ষণে রাস্তা আরও ভেঙে যাবে এবং ছোট কালভার্টে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসী র দাবি—কাপ্তাই উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত সড়ক ও কালভার্ট সংস্কার করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহবান করেন বড়ইছড়ি মারমা পাড়াবাসী।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.