মোঃ ওমর ফারুকঃ
নানিয়ারচর (রাঙামাটি), ২ আগস্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের হার্ট জনিত রোগমুক্তি কামনায় নানিয়ারচরে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আজ নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিশেষ এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ইসমাইল হোসেন সিরাজী, সেক্রেটারি আঃ কাইয়ুম, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম, বাইতুল মাল সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। বক্তারা বলেন, “ড. শফিকুর রহমান শুধু জামায়াতের একজন শীর্ষ নেতা নন, তিনি দেশের একজন অভিজ্ঞ ও আদর্শিক ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা জাতির জন্য প্রয়োজন।” দোয়া পরিচালনা করেন ইসমাইল হোসেন সিরাজী। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.