নানিয়ারচর প্রতিনিধি: মোঃ ওমর ফারুকঃ
আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাঙামাটির নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ জুলাই, রবিবার বিকাল ৪টায় নানিয়ারচর উপজেলা জামায়াতের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতা-কর্মীদের জাতীয় সমাবেশ সফল করতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তদারককারী সুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা সেক্রেটারি মোঃ আঃ কাইয়ুম এবং জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন জাতীয় সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সমাবেশে সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার ও সাংগঠনিক তৎপরতা চালানো হবে। তারা আরও জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে জামায়াত ইসলামী তাদের অবস্থান ও দাবির প্রেক্ষাপট জনগণের সামনে উপস্থাপন করবে। প্রস্তুতি সভা শেষে আগামী দিনগুলোতে ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা এবং প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.