মিকেল চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
পাহাড়ের প্রতিটি শ্রমজীবি মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, আমরা কে কোন দল করি তা বুঝি না। আমাদের কাছে তিনি একজন মানুষ। তার উপকার করতে পারাটাই হচ্ছে আমার মুল লক্ষ্য।
সোমবার (১৭ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সদস্যদের মাঝে ২০ লক্ষ টাকা ঈদ বোনাস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ বোনাস বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল আলম, সমিতির প্রধান উপদেষ্ঠা ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা আওয়ামীলীগ সদস্য ও জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানর রহমান বাবু।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির ২ হাজার সদস্যের মাঝে ১ হাজার টাকা করে মোট ২০ লক্ষ টাকা ঈদ বোনাস বিতরণ করা হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.