চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙ্গামাটি কাপ্তাই ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য রাতের অন্ধকারে কাপ্তাই হ্রদ পথে অবৈধভাবে পাচারকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও কাপ্তাই উপজেলা প্রশাসনের তৎপরতায় টিসিবি'র তৈল, চিনি ও মসুর ডাল জব্দ করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন । গতকাল বৃহস্পতিবার ২৪ এপ্রিল কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও কাপ্তাই থানা অফিসার ইনচার্জ আমাদের কাপ্তাই প্রতিনিধি কে নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার (২৩ এপ্রিল) রাতে কাপ্তাই হ্রদের পাশঘেঁষে জেটিঘাট এলাকায় বিসিবি'র পণ্য নিয়ে একটি ইঞ্জিল পরিচালিত বোট কিনারে বিড়ালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইঞ্জিল চালিত বোট থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালমাল জব্দ করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল এবং ১০০ কেজি চিনি। ধারণা করা হচ্ছে চোরাই ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলো বিলাইছড়ি উপজেলা হতে হ্রদ পথে কাপ্তাই জেটিঘাটে নিয়ে আসা হয়েছিল। এ বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ জানান, উদ্ধারকৃত টিসিবি পণ্য কাপ্তাই থানায় জিডি মূলে উপজেলা প্রশাসনের নিকট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী মোঃ রুহুল আমিন, আমাদেের কাপ্তাই প্রতিনিধি কে বলেন, জব্দকৃত বিসিবি'র মালামাল গুলো ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে অবগত করা হয়েছে। তদন্ত চলছে এ ঘটনায় যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহল আমিন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.