বেনাপোল থেকে: মোস্তাফিজুর রহমানঃ
বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক দস্যুতা মামলার লুন্ঠিত মালামাল উদ্ধার, মূলহোতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক আসামিরা হলেন,সাতক্ষীরা জেলার আলীপুর গ্রামের হাফিজুর ইসলামের ছেলে রনি প্রকাশ মাছুম বিল্লাহ রনি,রসুলপুর গ্রামের আক্তার আলীর ছেলে শিবলুর রহমান,। গত ১২ এপ্রিল শনিবার ঢাকার সাভার এলাকা থেকে মূলহোতা আসামি রনি প্রকাশ মাছুম বিল্লাহ রনি কে আটক করা হয়। এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানার রসুলপুর এলাকা থেকে অপর আসামি শিবলুর রহমানকে আটক করে পুলিশ।
মামলার বাদী বুলবুল আহম্মেদ জানায়, গত ইং ০৯-০৪-২৫ বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন। তিনি মেসার্স খলিলুর রহমান এন্ড সন্স পোর্ট সিএন্ডএফ এজেন্সির বেনাপোল অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তাদের প্রতিষ্ঠান বিভিন্ন আমদানিকারকদের মালামাল কাস্টম ক্লিয়ারেন্সিং শেষে আমদানিকারকদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ইং ০৯-০৪-২৫ অত্র প্রতিষ্ঠান হতে গাজীপুরের আমদানিকারক লাইলা স্টাইলের ১০৪ রোল কটন ফ্রেব্রিক্স (যার অনুমান মূল্য- ২৫,০৯,৭১৯,৩৪/- টাকা) অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে গাজীপুরে পৌঁছে দেওয়ার জন্য কন্ট্রাক্ট করলে বাদী তার পূর্ব পরিচিত রাজিব হাওলাদারের সাথে যোগাযোগ করলে সে উক্ত মালামাল পৌঁছে দিতে রাজি হয় এবং ঘটনার দিন মামলার অপর আসামি ড্রাইভার রনি কে দিয়ে একটি কাভার্ড ভ্যান পাঠায়।
আমি প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে মালামাল কাভার্ড ভ্যানে উঠিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। মালামাল নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল কাগজ পুকুর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে অবস্থানরত আসামি রাজিব সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাদের কাভার্ড ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। এরপর ড্রাইভার রনি গাড়িতে থাকা ছুরি দিয়ে বাদীকে প্রাণ নাশের ভয় দেখিয়ে চুপচাপ নেমে যেতে বলে, এসময় আসামি রাজিব ও অন্যান্যরা গাড়ির দরজা খুলে বাদীকে চড়থাপ্পড় দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে দেয় এবং হুমকি দিতে থাকে যদি কোন প্রকার চিৎকার করে তবে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে আসামিরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ জানায়, বাদীর এজাহারের প্রেক্ষিতে ঘটনার রহস্য উদঘাটন সহ জড়িত আসামিদের গ্ৰেফতারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই অলক কুমার দে, পিপিএম সহ ডিবি ও থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গত ০৯-০৪-২৫ অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকা হতে কাভার্ড ভ্যানটি উদ্ধার পূর্বক জব্দ করে। পরবর্তীতে গত ১২-০৪-২৫ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার এলাকার একটি কলোনী হতে মামলার ১নং আসামি রনিকে আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানার রসুলপুর এলাকা হতে অপর আসামি শিবলুরকে আটক করা হয়। গ্ৰেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানাধীন বিসিক সংলগ্ন বিনোরপোতা এলাকা থেকে ১০০ রোল কটন ফ্রেব্রিক্স উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ও অন্যান্য পলাতক আসামিরা পরস্পর যোগসাজোশ পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত ঘটনা ঘটিয়েছে। তারা পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্ৰেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ কর্মকর্তা।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.