রবিউল হোসেন চৌধুরী মুহাম্মদ রিপনঃ
'জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’
এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মত রাঙামাটি পার্বত্য জেলা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা র যৌথ আয়োজনে সোমবার
(৭ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সৈয়দ মোহাম্মদ ফারুক, তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলাতে সুন্দর আয়োজনে দিবসটি পালিত হয়েছে। কাপ্তাই উপজেলা র সকল নাগরিক সহ
বিভিন্ন দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই সময় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুস্থ স্বাস্থ্য পরিসেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য স্বাস্থ্য কর্মিদের প্রতি
আহবান জানান। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির ক্ষেত্রে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাকরি।
প্রসঙ্গত, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এদিন বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। এদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় এ দিবসটি। এই সময় বর্ণাঢ্য র্যালিতে
কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম, খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা র স্বাস্থ্য কর্মিরা ও কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.