আহমদ বিলাল খানঃ
রাঙ্গামাটিতে দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, 'দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্ততি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে 'দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি' এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ষা মৌসুমে জেলায় সম্ভ্যাব্য দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে ও সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান রাঙ্গামাটির জেলা প্রশাসক। সভায় অন্যান্য বক্তারা জেলার যে কোন দুর্যোগ মোকাবেলায় সচেতনতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।জেলা ত্রাণ কর্মকর্তা মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সার্কেল এ এস পি (বাঘাইছড়ি সার্কেল) মাহমুদুল হাসান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদ, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মান্নান আনসারী, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, জেলা ব্র্যাকের সমন্বয়কারী হাবিবুর রহমান, জেলা স্কাউটের কমিশনার মো. নুরুল আবছার, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক মনসুর আহম্মেদ, ব্যবসায়ী আব্দুল মান্নান, এনজিও প্রতিনিধি আলোক বিকাশ চাকমা প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.