আহমদ বিলাল খানঃ
তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গামাটিতে আজ জাতীয় ভোটার দিবস-২০২৫ পালিত হয়েছে।রোববার (২ মার্চ) সকালে জেলা অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, আমরা ভোটারদের কাছে তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই নতুন ভোটার কার্যক্রমের তালিকায় যাতে কোনো নাগরিক বাদ না পড়ে। সে বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি সারা বছরই নাগরিকদের ভোটার হওয়ার জন্য কার্যক্রম চলমান আছে। এই হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়বেন, অনালাইনের মাধ্যমে আবেদন করেই নির্বাচন অফিসে এসে ভোটার হওয়া যাবে। একই সাথে সারা বছর মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এবং স্থানান্তর হওয়ারও সুযোগ আছে। স্মার্ট কার্ড বিতরণ ও আলোচনা সভায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম সিকদার, সহকারী প্রোগ্রামার তারেকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলী, মো. সেলিম, মো. শাহাজাহান, মো. জয়নুল প্রমুখ। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল রহমান জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন। সেই সাথে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান। এর আগে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। উল্লেখ্য যে, রাঙ্গামাটি জেলার মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৯৩৯ জন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.