মোঃ বিল্লাল হোসেন হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মানদীতে গতকাল বৃহস্পতিবার ধরা পড়ে এগার কেজি ওজনের বাঘাইড়। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক প্রজাতির এগার কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। বাঘাইড় মাছটি বারো হাজারে টাকা বিক্রি হয়। তবে এ বিষয়ে কিছুই জানে না প্রশাসন। আড়তদাররা জানান, গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে হরিরামপুর উপজেলা এলাকার পদ্মা নদীতে জাল ফেলেন দোহারের ভাগ্যল এলাকার শ্রীচরণ নামের একজন জেলে। মধ্যরাতে জাল ফেলার কিছুসময় পরে ১১ কেজি ওজনের বাঘাইড়টি তার জালে ধরা পড়ে। পরে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আন্ধারমানিক মাছের আড়তে নিয়ে আসেন তিনি।
আড়তদার হৃদয় রাজবংশী বলেন, ‘জেলে শ্রীচরণ আজ রাধুদার আড়তে ১১ কেজি ওজনের বাঘাইড়টি নিয়ে আসে। পরে মাছ ব্যবসায়ী পবণ রাজবংশী হাকডাকে ১১ হাজার ৬৫০ টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী পবণ রাজবংশী বলেন, ‘১১ কেজি ওজনের বাঘাইড়টি আমি কিনে নেই। পরে সিংগাইরের এক ক্রেতার কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেছি। সিংগাইর থেকে আসা ক্রেতা মোশারফ হোসেন বলেন, ‘প্রায় সময়ে নিউজে পদ্মানদীতে বড় মাছ ধরা পড়ার নিউজ দেখি। আজ তাই মাছ কিনতে এসেছি। আজ ১২ হাজার টাকায় বাঘাইড়টি কিনি। পরে সাড়ে সাত কেজির একটি আইড়ও কিনেছি। হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, ‘বাঘাইড় মাছ ধরা পড়ার তথ্য জানা নেই।’ আর বাঘাইর মাছটিকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.