এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। নগরীর ১৬ থানায় প্রায় ১০০টি টহল টিম মোতায়েন রয়েছে, পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ব্যবস্থা নিতে রাখা হয়েছে স্ট্যান্ডবাই টিম। ৮ ফেব্রুয়ারি থেকে চলমান অভিযানে ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে দেশি-বিদেশি অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম। গ্রেফতারকৃতদের মধ্য রয়েছে ছিনতাইকারী ও ডাকাতসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত অপরাধী । মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও টহল জোরদার করা হয়েছে।
থানার ওসিদের রাতভর মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, সিনিয়র কর্মকর্তারাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম সোনিয়া জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর অভিযানে নতুন মাত্রা যোগ করা হয়েছে। প্রতিদিনই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে, যা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে। গত এক সপ্তাহে ১১৯ জন ছিনতাইকারী ও ডাকাত গ্রেপ্তার হয়েছে। দুটি বিদেশি পিস্তলসহ উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.