আহমদ বিলাল খানঃ
রাঙামাটিতে মহান শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহরের ভেদভেদি জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। শিক্ষিত জাতি গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুনীল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আহ্বায়ক মিনহাজ মুরশেদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, লেখক ও গবেষক সাংবাদিক ইয়াসিন রানা সোহেল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উদ্দিন প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.