আহমদ বিলাল খানঃ
পার্বত্য অঞ্চলের সংবাদপত্রের পথিকৃৎ পাহাড়ের বাতিঘর খ্যাত প্রবীণ সাংবাদিক, মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন। মরহুমের নামাজে জানাযা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি জেলার রিজার্ভ বাজারের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯.৩৭ মিনিটে রাঙামাটি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মহদ ইকবাল বাহার চৌধুরী। ইকবাল বাহার চৌধুরী বলেন, পাহাড়ের সংশপ্তক হিসাবে পরিচিত চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় একেএম মাকসুদ আহমেদ তিনি ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। সরকারী যাকাত ফান্ডে প্রতি বছর যাকাত প্রদানসহ বিভিন্ন বিষয়ে সুপরামর্শ দিতেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন তাঁর ভালো কাজের উছিলায় তাকে ক্ষমা করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাক্বাম জান্নাতুল ফেরদাউস নছীব করুন। আমীন! তাঁর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং শোক-সন্ত্বপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.