প্রেস বিজ্ঞপ্তি,
চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ বি-ব্লক পোস্ট অফিস সংলগ্ন মাখজানুল উলুম মডেল মাদরাসার নতুন বই বিতরন, ছবক প্রদান ও দোয়া মাহফিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।হাফেজ মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম ফায়সাল এর সঞ্চালনায় সভাপত্বি করেন অত্র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম কাসেমী, প্রধান মেহমানের বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর অধ্যাপক মুস্তফা কামিল মাদানি। এই সময় তিনি বলেন- আপনাদের ছেলে মেয়েকে ডাক্তার, ইন্জিনিয়ার, এডভোকেট এবং সাংবাদিক বানান অসুবিধা নেই তার আগে ফরজ ওয়াজিব ও সুন্নত শিখান। ইসলামের বেসিক গুলো শিখানোর জন্য আপনার ছেলে - মেয়েকে মাদ্রাসায় দেন। দ্বীন এবং দুনিয়া শিখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি-ব্লক ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির উদ্দিন কাওছার, সাংবাদিক কেফায়েত উল্ল্যাহ কায়সার, মোবারক হোসেন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির উন্যতম সদস্য আরিফুর রহমান, আব্দুর রহমান, সমাজ কর্মী লায়ন আরাফাত এলাহি। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন
অভিভাবক আবুল গফুর ও মুহাম্মদ নুর আলম প্রমূখ।
বার্তা পেরক
মোবারক হোসেন ভূঁইয়া
01819-190467
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.