জেলা প্রতিনিধি
,রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পুলিশ সুপার মহোদয়। আজ বুধবার ২৯ জানুয়ারি ২০২৫ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে রাঙ্গামাটি সদরস্থ বনরূপা বাজার সরেজমিনে পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
বাজার মনিটরিংকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন ভোক্তাদের সাথে কথা বলেন এবং দোকান মালিকদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য আহ্বান জানান। এছাড়াও ব্যবসায়ীগণ যাতে সরকারী নির্দেশনা মেনে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে এবং জনগণ যাতে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য ক্রয় করতে পারে, সর্বোপরি সাধারণ জনগণের কষ্ট লাঘব হয় সে ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.