রবিউল হোসোন রিপন, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্যের আলোকে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্ধোগে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এর উদ্বোধন হয়েছে।
[caption id="attachment_3046" align="alignnone" width="300"] কর্ণফুলী রেয়ন এন্ড কেমিক্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা[/caption]
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন (৪৬ তম বিজ্ঞান মেলা) ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান এবং মানব জীবনের সকল ক্ষেত্রে বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলতে হবে। নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এ ধরনের মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।"জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়" প্রতিপাদ্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মহূরী, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় কাপ্তাই উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের ক্ষুদে বিজ্ঞানী/শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.