রবিউল হোসেন রিপনঃ
চট্টগ্রাম সদরঘাট থেকে কাপ্তাই বেড়াতে আসেন ৯ ছাত্র কিশোর পর্যটক সীতাঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন।
আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক কিশোর কাপ্তাই উপজেলার চ্ন্দ্রঘোনা থানার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ নিখোঁজের ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টা পযন্ত ডুবুরী দলের দুইটি টিম ঘটনাস্থলে দুই কিশোরের খোঁজে অভিযান চালিয়ে আজকের দিনের মত অভিযান সমাপ্তি করেন।
কাপ্তাই নৌবাহিনী লেফটেনেন্ট কমান্ডার হামিদুল ইসলাম নেতৃত্বে সাত সদস্যের ডুবুরী টিম ৪জন ডুবুরী এবং কাজী মোঃ নজরুল ইসলাম লিডার ও আলী হোসেন চৌধুরী লিডারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা ডুবুরী ও কাপ্তাই
ফায়ার সার্ভিস স্টেশনের দুইজন ডুবুরী সহ মোট ৬ জন ডুবুরী দুই নিখোঁজ ছাত্রকে খোঁজতে কর্ণফুলীনদীতে অভিযান চালান। ডুবুরী দলের লিডার আমাদের প্রতিনিধিকে জানান আজ সন্ধা ৭টায় অভিযান শেষ আগামীকাল সকাল ১০ টায় নিখোঁজদের খোঁজে অভিযান পরিচালনা করা হবে। এই সময় ছাত্র পর্যটক নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে কাপ্তাই নৌবাহিনী অফিসার,
কাপ্তাই ফায়ার সার্ভিস ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ ও চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল পুলিশের সদস্যরা ও কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আহমদ স্বপন ,সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন সহ কাপ্তাইয়ের গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে থেকে নিখোঁজের ব্যাপরে সহযোগিতা করেন। সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ ও ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো সরোয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিখোঁজ দুজন হলেন–চট্টগ্রাম নগরীর সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬)। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানান তাঁর সঙ্গে আসা সহপাঠীরা। নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ (১৫)। সে শাওনের মাসিতো ভাই। শাওনের সহপাঠী প্রীতম ঘোষ জানান, তারা নয়জন একসঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর নয়জনের মধ্যে চারজন কর্ণফুলীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.