মোঃ আব্দুল হক, বিভাগীয় ব্যুরো প্রধান, ঢাকাঃ
মানিকগঞ্জের হরিরামপুরে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে গত ০৯ ডিসেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় হরিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার রহমান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিরামপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক অমোরেশ চন্দ্র রায়, সদস্য এ বি এম ফজলে রাব্বি ও বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মীর আব্দুল ওয়াদুদ (সাহেব), সভাপতি, হরিরামপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.