মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার ঝিটকা বাজারে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘ ৩৬০ জন আউলিয়ার কারণেই এদেশ সোনার বাংলা হয়েছে। কোনো রাজনৈতিক দলের কারণে এ দেশ সোনার বাংলা হয়নি। কয়েকদিনে সারা দেশে প্রায় শতাধিক মাজার ভাঙচুর করা হয়েছে। যারা মাজার ভাঙচুর করছে তারা ইসলামপন্থি নয়, কারণ ইসলাম শান্তির প্রতীক। আর এসব মাজার রাতের আঁধারে ভাঙা হচ্ছে। আর একটা মাজার যদি ভাঙচুর হয় তাহলে আমরা কিন্তু বসে থাকব না বলেও সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।’
মাজার সংস্কারের দাবি জানিয়ে বলেন, ‘বাংলাদেশে আর যেন কেনো মাজার ভাঙচুর না হয় এবং যেসব মাজার ভাঙচুর হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, দরবার এ লোকমানিয়ার খাদেম সৈয়দ আখতার হোসেন, এশকে মাওলা দরবার শরীফের পীর সাহেব হিমেল আল চিশতী, আফাজিয়া দরবার শরীফের পীর সাহেব মেহেদী হাসান টুটুল,ঝিটকা শরীফের কওসার ওরফে জিন্দা শাহ দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী ও দেওয়ান রশিদিয়া দরবারের দাউদ আহাম্মেদ চিশতী, , রশিদিয়া দরবার শরীফের খাদেম গোলাম মোস্তফা, বাঠুইমুড়ি শাহী মঞ্জিলের জুয়েল মাহমুদ খান, দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী, দেওয়ান রশিদিয়া দরবারের পক্ষে দাউদ আহাম্মেদ চিশতী সহ অনেকে বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.