ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
উচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ( tug boart) ব্যবহার করে কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেক হতে কচুরিপানা অপসারণ করছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭ টা হতে এই কার্যক্রম চলছে বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তিনি আরোও জানান, উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতি বর্ষা মৌসুমে কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেকে কচুরিপানা এসে ভরে যায়। যার ফলে নৌ চলাচল বিঘ্নিত হয়। তাই পিডিবির উচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ব্যবহার করে কচুরিপানা টেনে নিয়ে এসে স্পীল ওয়ে দিয়ে কর্ণফুলি নদীতে ফেলে দিচ্ছি।
কাপ্তাই বোট মালিক সমিতির লাইনম্যান শীতল মল্লিক জানান, সোমবার সকাল হতে পিডিবির বড় বোট দিয়ে জেটিঘাট সংলগ্ন লেক হতে কচুরিপানা অপসারণ করছে।
ছবির ক্যাপশন: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের টাগ বোট দিয়ে কাপ্তাই লেক হতে কচুরিপানা অপসারণ করছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় তোলা ছবি।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.