রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি সদরস্থ রিজার্ভ বাজার, মহসীন কলোনী এলাকায় জোসনা বেগম (৫৫), স্বামী: মৃত মো: আবুল হোসেন, পিতা: মো: রহমত আলী, মাতা: আয়েশা বেগম, সাং: রিজার্ভ বাজার ০১ নং ওয়ার্ড, মহসীন কলোনী এলাকায় যে কোন এক সময় তার নিজ বাসায় একাকী অবস্থানের সুযোগে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে আজ ৪ সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার পাশ্ববর্তী এক মহিলা দুপুর ১২টার দিকে জোসনা বেগমকে ডাকলে কোন সারা না পেয়ে তারা পেছনের জানালা খুলে প্রবেশ করলে তাকে এই অবস্থায় দেখতে পাওয়া যায়। জানা যায় জোসনা বেগম এর দুই সন্তান প্রবাসী। বড় ছেলে সোলেমান বাদশা (২৮), ছোট ছেলে ওসমান গনি (২৫) এ সময় এলাকাবাসী থানায় খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আলী
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.