চৌধুরী মুহাম্মদ রিপনঃ
কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৫৩ জন লোকের মাঝে কাপ্তাই থানার পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে কাপ্তাই থানার ওসি আবুল কালাম মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে কথা বলেন । বিতরণকালে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফুলাচিং মারমা সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায় গত ৪ দিনের টানা বর্ষণে মুরালী পাড়া এলাকায় পাহাড় ধ্বসে তিনটি ঘরের পাশে পাহাড়ের মাটি এসে পড়ায় লোকজন বসবাস করা অত্যাধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ঘরের লোকজন এবং আশপাশের আরো ৯ টি পরিবারের লোকজনও পাহাড় ধ্বসের আশংকায় তাহাদের বাড়ি ঘর ছেড়ে পাশ্ববর্তী মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। বর্তমানে ঐ স্কুলে ১২ জন পুরুষ ১২ জন মহিলা ও ২৯ জন শিশুসহ মোট ৫৩ জন লোক মুরালী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.