নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি অফিসে নিয়ে যাচ্ছে।
বারিধারা থেকে গ্রেপ্তার দীপু মনি সাবেক মন্ত্রী দীপু মনি
ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
গুলশান বিভাগের উপকমিশনার (ডিবি) কর্মকর্তা মো. জিয়াউদ্দীন আহমেদ তাকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বলেন, তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে ও ঢাকায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে গত বুধবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুরে নাশকতার মামলা হয়।
ওই মামলার আসামি হিসেবে দীপু মনির বড় ভাই ওয়াদুদ টিপু ছাড়াও ৩৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১২০০ জনকে আসামি করা হয়েছে।
এ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী গ্রেপ্তার হলেন। গত ১৩ অগাস্ট আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। সেদিন তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।
সরকার পতনের পর সাবেক মন্ত্রী-এমপিদের নামে বিভিন্ন মামলায় আরও গ্রেপ্তার করা হয় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে।
৫ অগাস্ট শেখ হাসিনার পতনের পর দিশেহারা আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও বিভিন্ন পদধারী নেতাকর্মীদের কেউ কেউ দেশ ছাড়তে পারলেও বেশিরভাগ থেকে যান দেশে। তাদের অধিকাংশিই গা ঢাকা দিয়ে রয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.