মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
কোটা আন্দোলনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশে ও ছাত্রলীগের হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন মানিকগঞ্জের হরিরামপুরের শিক্ষার্থীরা।
১৭ জুলাই সকাল দশটা থেকে ১১ টা পর্যন্ত ঝিটকা বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে হরিরামপুরে ঝিটকা গার্লস স্কুল মোড় ব্লক করে এ বিক্ষোভ পালন করেন তাঁরা।
এরপর ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজে অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে কলেজের অধ্যক্ষ মো. সহিদুর রহমানের অনুরোধে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়েন।
এ আন্দোলনে খাজা রহমত আলী ডিগ্রি কলেজসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম জানান, বিক্ষোভ মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.