ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ৭ শত ১০ পিচ ইয়াবা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মো: জুয়েল (৩০) কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার মো: ইসমাইল এর পুত্র বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম। ওসি আরোও জানান, রাঙামাটি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াই টায় থানার এসআই মো: মকবুল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ২ নং রাইখালী ইউনিয়ন এর কাজীপাড়া সাকিনস্থ টেকের মোড় সিএনজি স্টেশন সংলগ্ন মা- বাবা হোটেলের ক্যাশ কাউন্টার এর সামনে হতে তাঁকে ৭ শত ১০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
পুলিশ জানান, আটককৃত মো: জুয়েল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সেই বিভিন্ন জায়গা হতে ইয়াবা এনে রাইখালী ইউনিয়ন এর বিভিন্ন জায়গায় বিক্রি করে।
তাঁর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে ওসি আনছারুল করিম জানান।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.