প্রেস বিজ্ঞপ্তি,
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা আটক করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর নির্দেশনায়, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম এর তত্বাবধানে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর নির্দেশনায় ২৭ জুন কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকা হতে সন্ধ্যা ৬.৩০ সময় এসআই(নি:)/ মোঃ ফিরোজ আলম, সঙ্গীয় এএসআই(নিঃ) যতিন্দ্র ত্রিপুরা, এএসআই(নিঃ)/মুরাদ হোসেন, সঙ্গীয় ফোর্স কং/৩৪৯৬ সৌরভ বড়ুয়া, কং/২৩৩৬ রিদুয়ান এবং নারী কং/২২৯৬ জাইতুন নিছা র সহয়তায় অভিযান পরিচালনা করিয়া ২০০ (দুইশত) গ্রাম গাঁজা সহ ধৃত আসামী ফুলবানু বেগম (৫০) কে আটক করে। তার স্বামীর নাম মোঃ শামসুল হক অরফে টাকু, মাতার নাম মৃত সুফিয়া বেগম, সাং- নতুন বাজার ঢাকাইয়া কলোনী, থানা-কাপ্তাই, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা। পরে তাকে গ্রেফতার পূর্বক কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাহার বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, তাকে রাঙ্গামাটির বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.